অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হলে দেশের অর্থনীতির ক্ষতি ক্রমেই বাড়বে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংক একীভূতকরণ’ বিষয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন। ড. ফাহমিদা বলেন, ‘একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতি ও অর্থনীতি পাশাপাশি চলে। তাই অন্তর্বর্তী সরকার যত দীর্ঘস্থায়ী হবে, অর্থনীতির ক্ষতির ঝুঁকিও তত বাড়বে।’ ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক এ প্রক্রিয়া শেষ করতে দুই বছরের সময় উল্লেখ করলেও বাস্তবে তিন থেকে চার বছর লেগে যেতে পারে। দেশে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যাংক গড়ে উঠেছে। জনগণের স্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থে লাইসেন্স দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আইনগত দুর্বলতাকে ব্যবহার করে দীর্ঘদিন...