ঝিনাইদহের সদর উপজেলায় খালে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে লামিম হোসেন (৫) ও আপন হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দোগাছি গ্রামের খালে এ ঘটনা ঘটে। জানা গেছে, মৃত শিশু লামিম হোসেন দোগাছি গ্রামের রিপন মন্ডলের ছেলে এবং মৃত আপন হোসেন পার্শ্ববর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে। মৃতের স্বজন ও পুলিশ জানিয়েছে, সকালে শিশু লামিম তার মামাতো ভাই আপনকে সঙ্গে নিয়ে গ্রামের খালে ছিপ/বরশি নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে তারা পানিতে পড়ে যায়। এসময় খালের পানির স্রোতে তারা ভেসে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে তাদের...