ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও প্রবাসী ভোটকে চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ কথা বলেন। আখতার আহমেদ বলেন, আমার অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে চাই। এজন্য কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও প্রবাসীদের ভোটগ্রহণ চ্যালেঞ্জ। রাতারাতি সবকিছুর উন্নয়ন হবে না। আমরা চেষ্টা করছি। বদলির ব্যাপারে তদবির না করার আহ্বান জানিয়েছে...