পৌরসভা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম, পানি তত্ত্বাবধায় তফাজ্জল হোসেন, স্টোর কিপার মজিবর রহমান বাচ্চু, একাউন্ট রায়হান হোসেন সহো কারি, আব্দুর রাজাক, বাজার পরিদর্শক বকুল, খকেদনাত সহো কারি হিসাব রক্ষক মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য, শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিনই ময়লা সংগ্রহের কাজে ব্যবহৃত এই ভ্যানগুলো একেবারেই নতুন। পাশাপাশি, ময়লা হাতে বহনের জন্য ব্যবহৃত দুই চাকার ট্রলিও আনা হয়েছে প্রায় ২০-২৫টি। এর ফলে শহরে ময়লা সংগ্রহ ও পরিবহনে গতি বেড়েছে এবং জনগণও পাচ্ছেন সরাসরি সুবিধা। স্থানীয়রা জানান, পৌরসভা এলাকায় এখন পরিচ্ছন্নতা আরও বেশি দৃশ্যমান হচ্ছে। বাজার ও প্রধান সড়কের পাশে ময়লা ফেলার জায়গাগুলো নিয়মিত পরিষ্কার হওয়ায় দুর্গন্ধও অনেকটা কমেছে। প্রশাসক মো. রিয়াজ উদ্দিন একসাথে তিনটি দায়িত্ব দিনাজপুর পৌরসভার প্রশাসক, অতিরিক্ত জেলা...