নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ||রাইজিংবিডি.কম চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিক এলাকার একটি বাসা থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহর বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলার একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক...