ঢাকার সরকারি ৭টি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বাতিল করে সব অংশীজনকে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছেন ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। তারা বলছেন, ফ্যাকাল্টি বেসডমাল্টিক্যাম্পাস নয়, অক্সফোর্ডের আদলে স্বায়ত্তশাসিত কলেজভিত্তিক বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রদান করতে হবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এসব কথা জানান। এ সময় তারা কয়েকটি বিষয় তুলে ধরেন। তারা বলেন, সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার আন্দোলন একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে কুক্ষিগত হয়েছে। ফলে সেখানে কলেজগুলোর এক লাখ ৭০ হাজার শিক্ষার্থী এবং অন্যান্য স্টেকহোল্ডারের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি। সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শিক্ষার্থী পিয়াস আহমেদ আলিফ বলেন, শিক্ষামন্ত্রণালয় শিক্ষার্থীদের মতামত গুরুত্ব না দিয়ে অযৌক্তিক এবং অনুপযোগী একটি খসড়া প্রকাশ করেছে। ফলে বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে ‘স্কুলিং...