শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সীমান্তবর্তী এলাকাসহ সারাদেশে ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তাতে বলা হয়েছে, দেশের ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির সদস্যরা নিয়োজিত থাকবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, “সীমান্তবর্তী এলাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।” সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় এই উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে তারা। বিজিবি বলছে, মোট ২ হাজার ৮৫৭টির মধ্যে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে রয়েছে ১ হাজার ৪১১টি মণ্ডপ। এর মধ্যে পার্বত্য এলাকায় রয়েছে ১৫টি পূজামণ্ডপ। আর সীমান্তবর্তী এলাকার বাইরে রয়েছে ১ হাজার ৪৪৬টি। সীমান্ত এলাকার বাইরের পূজামণ্ডপ মধ্যে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মোট ৪৪১টি; চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় মোট...