২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ পিএম বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সিলেটে আয়োজন করা হয়েছে র্যালী ও আলোচনা সভা। জেলা প্রশাসনের উদ্যোগে আজ (শনিবার) জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয় র্যালী। র্যালীতে শিক্ষার্থী, পর্যটন সংশ্লিষ্ট কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর সারদা হলে গিয়ে এক সভায় মিলিত হয়। র্যালীতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার ধারণ করেন, যাতে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা এবং পর্যটনের গুরুত্ব তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলমের সভাপতিত্বে বক্তারা বলেন, সিলেট দেশের অন্যতম পর্যটন নগরী হলেও পর্যটন ক্ষেত্র এখনও পর্যাপ্তভাবে বিকশিত হয়নি। পর্যটনের উন্নয়নের জন্য প্রয়োজন পরিকল্পিত প্রচেষ্টা, পরিকাঠামোগত উন্নয়ন ও নিরাপদ পরিবেশ।...