এ সমাবেশে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী।প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোছাইন চেয়ারম্যান। তিনি বলেন, “প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জনগণের প্রকৃত ভোটের প্রতিফলন সংসদে আসবে। এ পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন ও ন্যায়ভিত্তিক প্রতিনিধিত্ব কখনো সম্ভব নয়।”অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আজিম। বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালি, সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “পি আর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া গণতান্ত্রিক কাঠামো দৃঢ় হবে না। দলীয় অনুকম্পা নয়, জনগণের ভোটই হবে নির্বাচনের ভিত্তি।”নিউজজি/এস আর প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোছাইন চেয়ারম্যান। তিনি বলেন, “প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু হলে...