সম্প্রতি আরিয়ান খান পরিচালিত নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’র স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। তিনি অভিযোগ করেছেন, সিরিজটিতে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এই মর্মে উচ্চ আদালতে শাহরুখ খান ও তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি রুপির মানহানি মামলা দায়ের করেন সমীর। এমনকি নেটফ্লিক্স থেকে আরিয়ান পরিচালিত সিরিজটি সরিয়ে নেওয়ারও দাবি জানান। তবে গতকাল শুক্রবার এনসিবির সাবেক এই কর্মকর্তাকে ফিরিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। মামলার গ্রহণযোগ্যতা কতটা? কেনই-বা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন? আদালতে এমন প্রশ্নের মুখে পড়েন সমীর ওয়াংখেড়ে। পাশাপাশি, তাঁর আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়, এই ঘটনার সূত্রপাত বা কারণ দিল্লিকে ঘিরে নয়, তাই এই মামলা দিল্লিতে...