টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই অ্যান্টিভেনম। অথচ প্রতি মাসে গড়ে ২৯ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিতে আসছেন সেখানে। গত ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) ২৬৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে স্থানীয়দের দাবি, মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি। অ্যান্টিভেনমের ঘাটতিতে সখীপুরের মানুষ এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিলুফা বেগম (৩০), সাদ্দাম হোসেন (২৩), কাজলী বেগম (৬০) ও শিশু সিয়াম হোসেন (১১)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, টাঙ্গাইল জেলায় সাপে কাটা রোগীর মধ্যে প্রায় অর্ধেকই সখীপুর উপজেলার বাসিন্দা। ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সমতল ও পাহাড়ি এলাকা হওয়ায় সখীপুরে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ সাপের দংশনের শিকার হন। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত...