এশিয়া কাপের সুপার ফোরে ভারত–শ্রীলঙ্কার গুরুত্বহীন ম্যাচে হয়েছে রানের ফোয়ারা। ভারত প্রথমে ব্যাট করে তোলে ২০২ রান। জবাবে ছয়বারের এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কাও সমান রান করে ম্যাচ টাই করে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেই সুপার ওভারে জমে ওঠে নাটক। আউট হয়েও আউট হননি দাসুন শানাকা! ভারতের বাঁহাতি পেসার অর্শদীপ সিংয়ের করা সুপার ওভারের চতুর্থ বলটি ছিল অফ স্টাম্পের বাইরে দারুণ এক ইয়র্কার। শানাকার ব্যাট ফাঁকি দিয়ে বল উইকেটকিপার সঞ্জু স্যামসনের গ্লাভসে যেতেই ক্যাচ আউটের আবেদন হয়। স্যামসন ভেবেছিলেন, বল শানাকার ব্যাট ছুঁয়েছে। আবেদনের সাথে সাথে ফিল্ড আম্পায়ার বাংলাদেশের গাজী সোহেল শানাকাকে আউট ঘোষণা করেন। এর মাঝেই ঘটে সেই অদ্ভুত ঘটনা। ভারতের উইকেটকিপারের হাতে বল থাকা অবস্থায় শানাকা দৌড়ে এক রান নেওয়ার চেষ্টা করেন। স্যামসন এবার আন্ডারআর্ম থ্রো করে স্টাম্প...