২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। তিনি ফার্মেসি পেশার গুরুত্ব, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের আধুনিক দক্ষতা ও পেশাগত যোগ্যতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের যোগ্য ও দায়িত্বশীল ফার্মাসিস্ট হয়ে ওঠার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন ও সদস্য-সচিব মোঃ কামরুজ্জামান লিটু সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড....