টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৩৬:২৭ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পানি সরবরাহ ব্যবস্থার মাসিক বিল হঠাৎ ১০০ টাকা বৃদ্ধি করায় ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। গ্রাহকদের কোন সতর্কবাতা, মাইকিং, বা নোটিশ ছাড়াই ইউপি চেয়ারম্যান নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আর টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের নাম ভাঙিয়ে গ্রাহক পর্যায়ে জানানো হয়েছে ইউএনও পানির বিল বাড়িয়েছে।এমন অভিযোগ উঠেছে পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে। আর ইউএনও বলেছেন কেউ তার নাম ভাঙিয়ে থাকলে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এতদিন গ্রাহকেরা আধা ইঞ্চি পাইপের পানির লাইনে ২৫০ টাকা ও পোনে এক ইঞ্চি পাইপের পানির লাইনে ৩০০ টাকা করে মাসিক পানির বিল দিয়ে আসছিলেন। কিন্তু চলতি মাসে হঠাৎ...