এশিয়া কাপের সুপার ফোরে ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানি পেসার হারিস রউফ ও ওপেনার সহিবজাদা ফারহানের আচরণ নিয়ে অভিযোগ তোলে ভারত। এর প্রেক্ষিতে আইসিসি রউফকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করে, আর ফারহান সতর্কবার্তা পান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, এই জরিমানার টাকা তিনি নিজে পরিশোধ করবেন। শুক্রবার সামা টিভি এমন খবর প্রকাশ করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছিল রউফ ও ফারহানের আচরণ নিয়ে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটও এ বিষয়ে ব্যবস্থা নেন। দুবাইয়ে অনুষ্ঠিত ওই ম্যাচে ভারতের কাছে ছয় উইকেটে হারে পাকিস্তান। খেলার সময় ফিফটির পর ফারহান বন্দুক তাক করার ভঙ্গিতে উদযাপন করেন। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে রউফের সঙ্গে অভিষেক শর্মা ও শুবমান গিলের তর্ক-বিতর্ক হয়। এছাড়া বাউন্ডারির কাছে...