বাংলাদেশে পর্যটনের সম্ভাবনা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এ দেশের প্রকৃতি, সংস্কৃতি, ইতিহাস আর মানুষের জীবনযাত্রা মিলিয়ে এটি হতে পারত দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণীয় গন্তব্য। কিন্তু বাস্তবতা হলো আমরা সেই সম্ভাবনাকে এখনও পুরোপুরি কাজে লাগাতে পারিনি। এখানে কেবল অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা কিংবা প্রচারের ঘাটতি নয় খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমরা বারবার পিছিয়ে যাচ্ছি। সেটি হলো লোকাল গাইডের ভূমিকা। একজন পর্যটক যখন অচেনা কোনো এলাকায় যান, তখন তার চোখে ধরা পড়ে দৃশ্যমান সৌন্দর্য, স্থাপনা কিংবা প্রকৃতি। কিন্তু সেই জায়গার আসল গল্প, ইতিহাস, মানুষের জীবন, সংস্কৃতির বহতা ধারা- এসব তাকে জানানোর দায়িত্ব থাকে একজন স্থানীয় গাইডের ওপর। তাই বলা যায়, লোকাল গাইড শুধু তথ্য জানানোর মানুষ নন; তিনি এক অর্থে পুরো এলাকার প্রতিনিধি। ধরা যাক, বিদেশ থেকে কেউ এসেছে সোনারগাঁ, পাহাড়পুর...