বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হওয়ার পরে কর্মঘণ্টা ঠিক রেখে কাজ করার প্রতি আগ্রহী হয়েছেন। তিনি আট ঘণ্টার বেশি শুটিংয়ে সময় দিতে চান না। এই সিদ্ধান্ত ভালো নাকি খারাপ সেই বিষয়ে বলিউডের অন্দরে-বাহিরে মিশ্র প্রতিক্রিয়া শোনা যায়। ভারতীয় গণামধ্যম জানিয়েছে, কর্মঘণ্টা বেঁধে দেওয়ার জন্য অনেক কাজ হারাচ্ছেন দীপিকা পাড়ুকোন। তিনি নাকি শুটিং করার আগে একাধিক শর্ত দিয়ে থাকেন। এ নিয়ে দীপিকাকে খোঁচা দিয়ে কথা বলেছেন বলিউড পরিচালক ফারাহ খান।আরো পড়ুন:জুবিনকে নিয়ে যা লিখলেন প্রিন্স মাহমুদজেলের স্মৃতি শেয়ার করলেন রিয়া চক্রবর্তী ফারাহ খান বর্তমানে তার ভ্লগ নিয়ে ব্যস্ত। সম্প্রতি তিনি গিয়েছিলেন অভিনেতা রোহিত সরাফের বাড়িতে। এ সময় তার সঙ্গে গিয়েছিলেন ফারাহ’র বাড়ির রন্ধনশিল্পী দিলীপ। ক্যামেরার সামনে এসেছিলেন রোহিত সরাফের মা-ও। প্রথমে ক্যামেরার সামনে আসতে রাজি ছিলেন না রোহিত সরাফের মা। তাকে...