পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার কারাক জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ জন নিহত হয়েছে। নিহতরা সবাই পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য বলে জানিয়েছে পুলিশ। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার অভিযান পরিচালনা করা হয়। কারাক জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা শেহবাজ এলাহী জানান, অভিযানে অন্তত ১৭ টিটিপি সদস্য নিহত হয়েছে। এ ছাড়া ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর আগে গত বুধবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয় টিটিপি অন্তত ১৩ জন সদস্য। খাইবার পাখতুনখাওয়ার সঙ্গে আফগানিস্তানের সীমান্ত আছে। এই প্রদেশটি পাকিস্তানের তালেবানপন্থী সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শক্ত ঘাঁটি। প্রায়ই অঞ্চলটিতে হামলা ও হতাহতের ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ের মধ্যে ২০২৪ সাল ছিল...