আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি হামলার মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিরা ওয়াকআউট করে বাইরে চলে যান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অধিবেশন কক্ষের পোডিয়ামে দাঁড়িয়ে নেতানিয়াহু বক্তব্য দেওয়া শুরুর সঙ্গে সঙ্গে বেরিয়ে যান বিশ্বের কয়েকশ কূটনীতিক। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুধু আরব ও মুসলিম দেশগুলোর নেতারাই নন, তাদের সঙ্গে সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে যান আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকরা। এ সময় তাদের ওয়াক আউট থেকে নজর সরাতে নেতানিয়াহুর সমর্থকরা জোরে জোরে তালি দেয়। এর মধ্যে নেতানিয়াহুর স্ত্রী ও নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসও ছিলেন। নেতানিয়াহু তার বক্তব্যে ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধ,...