শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি বাঙালির সংস্কৃতির গভীরে প্রোথিত আনন্দ-উৎসবের প্রতীক। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় আয়োজনকে ঘিরে দেশজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা রঙের শেষ কাজ, আলোকসজ্জার প্রস্তুতি এবং পূজার সামগ্রী গোছানোর ব্যস্ততা। রাজধানীর রমনা কালী মন্দিরসহ দেশের নামকরা মণ্ডপগুলোতে এরই মধ্যে শুরু হয়েছে ভক্ত-দর্শনার্থীদের ভিড়। ছবি: বিপ্লব দীক্ষিৎ ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত রমনা কালী মন্দির যেন উৎসবের আলোকছটায় উজ্জ্বল। কাঠামো সাজানো শেষ হয়েছে, প্রতিমা শোভিত হয়েছে নানা রঙে। শিল্পীদের ব্যস্ততা এখন আলোকসজ্জা ও নকশা ফুটিয়ে তোলার কাজে। ভক্তদের ভিড়ে মন্দির চত্বর যেন হয়ে উঠেছে মিলনমেলা। ঢাক-ঢোলের শব্দ, ধূপ-ধুনোর গন্ধ আর রঙিন আলোয় ভরে উঠছে পুরো এলাকা। শুধু রাজধানী নয়, জেলা-উপজেলা থেকেও আসছে উৎসব প্রস্তুতির খবর। কোথাও শেষ মুহূর্তের রঙের কাজ চলছে, কোথাও...