নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের চোখ ধাঁধানো শেয়ারমূল্য বৃদ্ধিতে ফাইন ফুডস সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তবে এই উত্থানের পেছনে মূলত অস্বাভাবিক লেনদেন ও মনগড়া আর্থিক প্রতিবেদন স্পষ্ট কারসাজির ইঙ্গিত রয়েছে—এমন অভিযোগ বাজারসংশ্লিষ্টদের। অনেকেই মনে করছেন, হঠাৎ এই উল্লম্ফন আসলে কাগুজে মুনাফার ফাঁদ, যার চূড়ান্ত দায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঘাড়েই এসে পড়বে। ফাইন ফুডসের শেয়ার শেয়ারবাজারে অন্যতম শীর্ষ কারসাজির শেয়ার। বছরজুড়ে এটি ধারাবাহিকভাবে কারসাজির কবলে থাকে। শেয়ারদামের যে কোনো অস্বাভাবিক উত্থান বা পতনের পেছনে সাধারণ আর্থিক কারণের চেয়ে বেশি প্রভাব ফেলে কোম্পানি সংশ্লিষ্টদের সরাসরি কারসাজি। বাজারের অভিজ্ঞ বিনিয়োগকারীরাও এই নিয়ন্ত্রণ ও কৌশল দেখলে হতবাক হয়ে যান, কারণ প্রকাশিত তথ্য দিয়ে শেয়ারমূল্যের এই ওঠানামাকে ন্যায্যতা দেওয়া সম্ভব নয়। এখানেই জন্ম নিচ্ছে প্রশ্ন—কোন শক্তি বা কারসাজি এই উত্থানকে ত্বরান্বিত করছে? বাজার সংশ্লিষ্টদের মতে, যারা একমি পেস্টিসাইডের...