এর আগে, ‘গত ২৫ আগস্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোয় ক্ষোভ প্রকাশ করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘বিতর্কিত চিকিৎসক সাবরিনা করোনার সার্টিফিকেট জালিয়াতি মামলায় দোষী। এই মহিলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে যাওয়ার সাহস পেল কোথা থেকে? তাকে যারা সঙ্গে নিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।’অভিযোগ রয়েছে, ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করার সময় অসৎ উদ্দেশে এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জেকেজি হেলথ কেয়ার নামের একটি লাভজনক প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচয় ব্যবহার করে আর্থিক সুবিধা অর্জন করেছেন।আরও অভিযোগ রয়েছে, তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যান্যদের সহযোগিতায় তার স্বামী আরিফুল চৌধুরীর ওভাল গ্রুপের মালিকানাধীন জেকেজি হেলথ কেয়ারকে কোভিড-১৯ নমুনা সংগ্রহের জন্য অনুমতি পেতে সাহায্য...