সঠিক সময়ে পেশাদারিত্বের সাথে কাজ করার মতো এই নির্বাচন কমিশনের শক্ত মেরুদণ্ড আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ শনিবার রাজধানীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইসি আনোয়ারুল বলেন, ‘এবারের নির্বাচন ইতিহাসের সেরা মডেল হবে। ইসির সকল কর্মকর্তা-কর্মচারী অন্যায় থেকে দূরে থাকবে, এটা আগে নিশ্চিত করতে হবে। নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কমিশনের কোনো কর্মসূচির ব্যত্যয় ঘটেনি, আগামীতেও ঘটবে না। সঠিক সময়ে পেশাদারিত্বের সাথে কাজ করার মতো এই নির্বাচন কমিশনের শক্ত মেরুদণ্ড আছে।’ তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচন পক্ষপাতদুষ্ট করার কোনো সুযোগ থাকবে না। প্রান্তিক জনগোষ্ঠী এনআইডি জটিলতায় ভোগেন, এখানে প্রতারকরা সুযোগ নিচ্ছে, মাঠপর্যায়ে কর্মীদের সচেষ্ট থাকতে হবে। নির্বাচন বা এনআইডি নিয়ে সুপরিকল্পিত ভোগান্তি বা অসততা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, এতে কমিশনের সম্মানহানি হয়।’ ইলেকশনের খরচ...