ভারতের মধ্য ও পূর্বাঞ্চলের স্থানীয় বাসিন্দা এবং আদিবাসীরা দীর্ঘদিন ধরেই নিজেদেরকে মাওবাদী বিদ্রোহী ও সরকারের নিরাপত্তা বাহিনীর মধ্যকার ‘ক্রসফায়ারে’ আটকা দেখছে। কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাওয়া মাওবাদীদের সশস্ত্র আন্দোলন ভারতে প্রায় ছয় দশক ধরে চলছে, কেড়ে নিয়েছে হাজার হাজার প্রাণ। সরকারি ভাষ্যে এই বাম চরমপন্থা (এলডব্লিউই) শুরু হয় পশ্চিমবঙ্গে কৃষকদের এক সশস্ত্র বিদ্রোহ থেকে, ২০০০-এর দশকের মাঝামাঝি এটি ভারতের প্রায় এক তৃতীয়াংশ জেলায় ছড়িয়ে পড়েছিল। ২০০৯ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং একে দেশের ‘অভ্যন্তরীণ সবচেয়ে বড় হুমকি’ আখ্যা দিয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি। গত বছর ভারতের সরকার মাওবাদীদের এ বিদ্রোহের ইতি টানতে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ‘ডেডলাইন’ ঠিক করেছে, সে লক্ষ্যে তারা দমিয়ে রাখার ‘নির্দয়’ কৌশলের অংশ হিসেবে নিরাপত্তা অভিযানও জোরদার করেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত...