এশিয়া কাপের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের ইতিহাসে দুই প্রতিবেশীর ফাইনাল এবারই প্রথম। এই ম্যাচের আগে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার সালমান আগার দলকে পরামর্শ দিয়েছেন। তবে পরামর্শ দিতে গিয়েই ঘটেছে মজার এক ঘটনা, যা নিয়ে মাতামাতি চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তাতে যোগ দিয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। অভিষেকের অবশ্য যুক্ত না হয়ে উপায় ছিল না। শোয়েবই তাঁকে ভারত–পাকিস্তান ম্যাচে টেনে এনেছেন। পাকিস্তানের লাইভ স্ট্রিমিং শো ‘ট্যাডম্যাড’–এর ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে মজার এক কাণ্ড ঘটান শোয়েব। বিশ্লেষণের সময় ভারতের ওপেনার অভিষেক শর্মার নাম বলতে গিয়ে অভিষেক বচ্চনের নাম বলে ফেলেন শোয়েব, ‘যদি পাকিস্তান অভিষেক বচ্চনকে তাড়াতাড়ি আউট করে দিতে পারে, ধরুন! তাহলে মিডল অর্ডারে কী হবে? ওদের মিডল অর্ডার তো...