জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দেন। এক প্রশ্নের জবাবে আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘নির্বাচনের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এর সঙ্গে একমত। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’ তবে জামায়াতের নায়েবে আমির উল্লেখ করেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে সমাধান করতে হবে। জামায়াতের এই নেতা বলেন, ‘যেমন, জুলাই সনদে আমরা একমত হয়েছি। কিন্তু তা বাস্তবায়ন না হলে ঐকমত্যের কোনো বাস্তবতা থাকবে না।’ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতি সমর্থন জানিয়ে তিনি...