গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরেক ফায়ার ফাইটারে মৃত্যু হয়েছে। তার নাম জান্নাতুল নাঈম (৩৭)। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর। তার শরীরের ৪২ শতাংশ পুড়েছিল। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ালো। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটের একটি কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড হয়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চারজন এবং গুদামের এক কর্মচারী দগ্ধ হন। এ নিয়ে এ ঘটনায় তিন ফায়ার ফাইটার এবং গুদামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর মারা যান ফায়ার ফাইটার শামীম আহমেদ, ২৪ সেপ্টেম্বর ফায়ার...