২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম রাজশাহী অঞ্চলে মালিক শ্রমিক দ্বদ্বে হঠাৎ হঠাৎ করে বাস চলাচল বন্ধ করা নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কোন রকম ঘোষণা না দিয়েই বাস চালানো বন্ধ করা হচ্ছে। টিকেট নেয়ার পরও যাত্রীরা বাস টার্মিনালে এসে দেখছেন বাস যাবেনা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পূজার ছুটিসহ নানা কারনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। বিশ্ববিদ্যালয়ও সার্ট ডাউনের কারনে অঘোষিত ছুটি হয়ে গেছে। শিক্ষার্থীরা বাড়ি ফিরতে চাইলেও পারছেন না। ট্রেনেও ঠাই নেই অবস্থা। অনেকেই ঝুঁকি নিয়ে ছুটছেন বিকল্প পথ হিসাবে ট্রেন ও লোকাল বাস। বিকল্প হিসেবে কেউ কেউ বগুড়া, সিরাজগঞ্জ, ও বনপাড়া হাটিকুমরুল গিয়ে দুরর্বতী বাসে উঠছেন। তবে চাপাই, রাজশাহী ও নাটোর থেকে শুধু ছেড়ে যাচ্ছে মহাখালী ভিত্তিক একতা ট্রান্সপোর্ট। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী,...