“টেকসই উন্নয়ন পর্যটন” এই স্লোগান নিয়ে বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদ্যাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয় এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষ্যে অতিথিরা বিশ্ব পর্যটন দিবস এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে সভা ও র্যালীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি অনির্বাণ চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজংসহ অন্যান্য সুধী জনরা। বক্তারা বলেন, পর্যটন শিল্প বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বরিশাল অঞ্চলের নদী, খাল-বিল, ঐতিহাসিক স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটনের সম্ভাবনাকে আরও...