গাজীপুরের কালিয়াকৈরে একটি সেতুর দুপাশে বাতি থাকলেও প্রায় সবগুলোই অকেজো হয়ে পড়ে আছে দীর্ঘ এক বছর ধরে। বিষয়টি নিয়ে বারবার স্থানীয় প্রশাসনকে অবগত করলেও তা আমলে না নেওয়ার অভিযোগ করেন স্থানীয়রা। এদিকে সন্ধ্যার পরে আলো না থাকায় সেতুতে চলাচলকারী পথচারীরা প্রায়ই ছিনতাইকারীদের শিকার হয়ে সর্বস্ব হারাচ্ছেন। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার অভ্যন্তরে বয়ে যাওয়া তুরাগ নদী বিভক্ত করেছে উত্তর ও দক্ষিণ পাড়ের বাসিন্দাদের। এ নদীর ওপর পুরোনো বেইলি ব্রিজটি ঝুকিঁপূর্ণ হয়ে উঠলে তার পাশে নতুন করে একটি ঢালাই সেতু নির্মাণ করে সরকার। ২০২৩ সালের ১৯ অক্টোবর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি। তখন সেতুর দুই পাশে প্রায় অর্ধশত বাতির ব্যবস্থা ছিল। এ সেতুর দক্ষিণ পাশে সরকারি গুরুত্বপূর্ণ কার্যালয়, সব পরিবহন এবং কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কালিয়াকৈর সদর বাজারসহ...