২৫ বিলিয়ন ডলারের পরমাণু প্রকল্প চুক্তি সই করেছে রাশিয়া ও ইরান। এই প্রকল্পের আওতায় ইরানের দক্ষিণাঞ্চলে চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, গতকাল শুক্রবার এই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। এ চুক্তির আওতায় হরমুজগান প্রদেশের সিরিক শহরে ৫০০ হেক্টর (১ হাজার ২৩৫ একর) জায়গায় চারটি নতুন ইউনিট নির্মাণ করা হবে। এই ‘জেনারেশন থ্রি’ চুল্লিগুলো সম্মিলিতভাবে ৫ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। বর্তমানে ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহরে ১ গিগাওয়াট উৎপাদনক্ষমতা সম্পন্ন একটিমাত্র কার্যকর বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যা দেশটির জ্বালানি চাহিদার তুলনায় অতি নগণ্য। ইরান অনেক সময় বিদ্যুৎ ঘাটতির মুখোমুখি হয়। বর্তমানে দেশটির একমাত্র সক্রিয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দক্ষিণের বুশেহর শহরে অবস্থিত। এটিও রাশিয়ার সহায়তায় নির্মিত। এর উৎপাদন ক্ষমতা ১ গিগাওয়াট। এমন...