এর আগে ২৫ আগস্ট যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, “করোনার সার্টিফিকেট জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত ডা. সাবরিনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে কীভাবে শ্রদ্ধা জানাতে সাহস পেলেন? যারা তাকে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।” বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে এসে ছাত্রদলের তোপের মুখে পড়েছেন বিতর্কিত চিকিৎসক ডা. সাবরিনা। এসময় তিনি ওই স্থান ত্যাগ করতে বাধ্য হোন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গেলে ডা. সাবরিনার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। এ সময় তারা তাকে “আওয়ামী লীগের দালাল” বলে স্লোগান দেন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সাবরিনা শেষ পর্যন্ত প্রাইভেট কারে করে স্থান ত্যাগ করেন। এর আগে...