টি-টোয়েন্টি ম্যাচ কখন যে রং পাল্টায় তা বোঝা একেবারেই কঠিন৷ জাতীয় ক্রিকেট লিগে বরিশাল ও সিলেট বিভাগের ম্যাচে এমন কিছুই হলো। সবাই যখন বরিশালকেই জয়ের আসনে বসিয়ে ফেলেছিল তখন সিলেট রং পাল্টে ম্যাচটাকে নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে আসে। শেষমেষ জিতেও নেয়। শেষ ২ ওভারে ৩২ রানের সমীকরণ মিলিয়ে সিলেটকে অসাধারণ এক জয় এনে দেন রেজাউর রহমান রাজা ও সৈয়দ খালেদ আহমেদ৷ ১৯তম ওভারে নাটকের শুরু। রুয়েল মিয়ার এলোমেলো বোলিংয়ে রাজা ও খালেদ ২০ রান তুলে নেন। রাজার ২ চার হাঁকান। খালেদের ব্যাট থেকে আসে বিশাল ছক্কা। এছাড়া তিনটি ওয়াইড, একটি ডাবল ও একটি সিঙ্গেলে রুয়েল মিয়া এলোমেলো হয়ে যান৷ শেষ ওভারে লক্ষ্য কেবল ১০ রান। পেসার মেহেদী হাসানের প্রথম বলেই লং অন দিয়ে ছক্কা উড়ান রাজা। পরের বলে ১ রান। তৃতীয়...