বগুড়া: বগুড়া-৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার বিদায়ের পর দেশবাসী আশা করেছিল বৈষম্যহীন সমাজ ও সুষ্ঠু নির্বাচন হবে। গণহত্যা ও ফ্যাসিবাদের বিচার হবে। কিন্তু জাতি হতাশ হয়েছে, কিছুই হয়নি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জুলাই সনদে আইনিভিত্তি দিতে হবে এবং নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত করতে হবে। আওয়ামী দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যার বিচার করতে হবে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।প্রধান অতিথি বলেন, জামায়াত সব সময় ন্যায়ের পক্ষে থেকেছে, অন্যায়ের কাছে মাথা নত করেনি।...