নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আজকের যে বাস্তবতা, এই বাস্তবতার যদি ব্যাকগ্রাউন্ড হিসাব করি। যদি এক নম্বর কারণ নির্ধারণ করি, কেন আছি এই বাস্তবতায়। এক নম্বর কারণ হবে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন বভনে আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এই সত্যটা অকপটে স্বীকার করতে হবে। কোনো একটা অসুখকে যখন আমরা মেনে নেই, তখনই তা নিরাময় হয়। নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ আরও বলেন, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। পচা নির্বাচন হওয়া বা নির্বাচনের নামে প্রহসন, এসব আর শুনতে চাই না। এই নির্বাচন কর্মকর্তা সম্মেলন থেকে আপনাদের শপথ নিতে হবে একটা ভালো নির্বাচন আপনারা উপহার দেবেন। এ নির্বাচন কমিশনার বলেন,...