ম্যাচসেরার পুরস্কার হিসেবে ছোট কোনো ট্রফি, স্মারক কিংবা আর্থিক পুরস্কার দিতে দেখে অভ্যস্ত আমরা। কিন্তু কখনো ভেবে দেখেছেন ম্যাচ শেষে কোনো ক্লাব তাদের সেরা খেলোয়াড়ের হাতে উঠিয়ে দিচ্ছে ডিম, দুধ, গাজর, ওটস। আবার কখনও একটি ভেড়া বা জ্বালানি কাঠ। ব্রাইন এফকে তা-ই করছে! প্রচার কিংবা প্রসারে ইউরোপিয়ান ফুটবলে এগিয়ে আছে ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানির লিগগুলো। ফ্রান্স ও নেদারল্যান্ডসের ঘরোয়া ফুটবল নিয়েও আছে দর্শকের আগ্রহ। রোনালদো-মেসির কল্যাণে সৌদি-যুক্তরাষ্ট্রে চোখ রাখছে ফুটবলভক্তরা। প্রতিটি দেশের লিগই সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হচ্ছে। চাকচিক্য আর অর্থের ঝনঝনানিতে এসব লিগের প্রতি মানুষের আকর্ষণ না বেড়ে উপায় নেই। ইউরোপের হেভিওয়েট ফুটবলের ভিড়ে নরওয়ের ক্লাব ব্রাইন এফকে ফুটবল বিশ্বে হয় সেভাবে পরিচিত নয়। ব্রাইনকে পরিচিত করানো যাক। ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ডকে কে না চেনে? নিজের প্রথম মৌসুমে...