অবরোধের শুরু থেকেই জেলা সদর চেঙ্গী ব্রিজ, চেঙ্গী স্কোয়ার, মহাজন পাড়াসহ জেলার আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কগুলোতে গাছ কেটে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন অবরোধকারীরা। এতে ঢাকা ও অন্যান্য স্থান থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী নৈশ কোচগুলো পথে আটকে পড়ে। অন্যদিকে খাগড়াছড়ি থেকেও কোনো দূরপাল্লার বা অভ্যন্তরীণ রুটের যানবাহন ছেড়ে যায়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের কয়েকটি স্থানে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়। গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা হয় এবং সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। এই ধর্ষণের ঘটনা ও জড়িতদের শাস্তির দাবিতে পরের দিন বুধবার থেকে বিক্ষোভ শুরু করে ‘জুম্ম ছাত্র জনতা’। বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধ পালনের পর শুক্রবারের মহাসমাবেশ থেকে...