২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম কিশোরগঞ্জের অষ্টগ্রামে বহুল আলোচিত কুতুব মসজিদের দান বাক্স চুরির ঘটনার দুই মাস পর অবশেষে প্রধান আসামী নিজামকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ৩০ জুলাই ২০২৫ তারিখে অষ্টগ্রাম সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী কুতুব মসজিদের প্রধান ফটকে রাখা দান বাক্স ভেঙে নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করা হলেও তদন্তে উঠে আসে স্থানীয় যুবক নিজামের নাম। তদন্ত চলাকালে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিশ্চিত হয় যে, ঘটনার মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী ছিলেন নিজাম। তবে ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে গা-ঢাকা দেন। দুই মাস...