নোয়াখালীর মাইজদী শহরের থেকে ফাহিমা সুলতানা মারিয়া নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরের রশীদ কলোনির হোসেন টাওয়ারে একটি ভাড়া বাসা থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাহিমা সুলতানা মারিয়া (২৪) নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, বিশ্ববিদ্যালয়ের পূজার ছুটিতে সহপাঠীরা বাড়িতে চলে যাওয়ায় ওই বাসায় একাই ছিলেন মারিয়া। শুক্রবার বিকেলের দিকে তার পরিবার তাকে ফোনে না পেয়ে এক আত্মীয় ও বন্ধু এসে অনেক ডাকাডাকির পর সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ তৈরি হয়। এ সময় দরজা ভেঙে ঘরে ঢুকে মারিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে থানায় খবর পাঠালে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত শিক্ষার্থীর সঙ্গে বিকেল ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছেলে...