২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এক বছর হয়ে গেছে, কোন সরকার নেই কিন্তু। আছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হল একদিকে বিচার করা, আরেকদিকে সংস্কার করে নির্বাচনটাকে নিয়ে আসা। যে নির্বাচনের মাধ্যমে আপনাদের প্রতিনিধি যিনি আপনাদের রাস্তা, এলাকার উন্নয়ন, স্কুল-কলেজ- মাদরাসা ও সমাজের বিচার-আচার সবকিছুকে সমন্বয় করে একটি স্বাভাবিক জীবন-যাপনের ব্যবস্থা করবেন। সেই সরকারের অপেক্ষায় আমরা আছি। নির্বাচিত সরকার ছাড়া কোনভাবেই জনগণের সমস্যা সমাধান সম্ভব নয়। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধি নেই। দেশে নির্বাচিত সরকার নেই। যার কারণে গত এক বছর...