২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পিএম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ধ্যান-ধারণা ও ভিশন নিয়ে রাজনীতি করতে হবে। তিনি মনে করেন, মানুষ বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায় এবং সেই প্রত্যাশা পূরণ না করতে পারলে দল তার কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারবে না। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকার বনানীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত জিয়া সুইং মিন কার্নিভাল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরা। আমীর খসরু বলেন, রাজনীতিতে এখন গৎবাঁধা ধারণায় চলা সম্ভব নয়। মানুষের মনোজগতে বড় পরিবর্তন...