ফ্রান্স, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডাসহ ১০ দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও এখনই এ ধরনের পদক্ষেপন নিচ্ছে না নিউজিল্যান্ড।এরই মধ্যে দেশটি নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেছে, নিউজিল্যান্ড এই মুহূর্তে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না, তবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি দেশটি প্রতিশ্রুতিবদ্ধ।সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন- তীব্র যুদ্ধের মধ্যে, হামাস গাজার কার্যত সরকার হিসেবে রয়ে গেছে এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনও স্পষ্টতা না থাকায় ফিলিস্তিনের ভবিষ্যত রাষ্ট্র সম্পর্কে অনেক প্রশ্ন রয়ে গেছে। তাই নিউজিল্যান্ডের পক্ষে এই মুহূর্তে স্বীকৃতি ঘোষণা করা বুদ্ধিমানের কাজ হবে না।তিনি আরও বলেন, আমরা আরও উদ্বিগ্ন যে, বর্তমান পরিস্থিতিতে স্বীকৃতির উপর জোর দেওয়া হলে, ইসরায়েল এবং হামাসকে আরও বেশি একগুঁয়ে অবস্থানে ঠেলে যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টা জটিল হতে...