পরিকল্পিত সময়ের চেয়ে ‘কয়েক বছর দেরি’ হতে পারে চাঁদে মানুষ পাঠানোরি লক্ষ্যে পরিকল্পিত নাসার ‘আর্টেমিস ৩’ মিশনে। ২০২৭ সালে মানুষকে আবার চাঁদে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মিশনটিকে বড় এক সাফল্য হিসেবে ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে এখন সেটা ‘কয়েক বছর পর্যন্ত’ পিছিয়ে দেওয়ার কথা বলছে সংস্থাটি। স্পেস নিউজের প্রতিবেদন অনুসারে, দেরির বড় সমস্যা হচ্ছে ‘ওরিয়ন’ মহাকাশযানের হিট শিল্ডে সমস্যা ও স্পেসএক্সের ‘স্টারশিপ হিউম্যান ল্যান্ডিং সিস্টেম’ বা এইচএলএস-এর উন্নয়নে ক্রমাগত বাধা। সাধারণ স্টারশিপ রকেটের বিশেষ ধরনের সংস্করণ এইচএলএস, যা চাঁদের কক্ষপথ থেকে পৃষ্ঠে এবং আবার পৃথিবীতে নভোচারীদের ফিরিয়ে আনার জন্য তৈরি করছে স্পেসএক্স। এ ছাড়া আর্থিক চাপও বাড়ছে, বাজেট কাটছাঁটের কারণে নাসার এ বড় পরিসরে চাঁদ গবেষণা প্রকল্প চালিয়ে যাওয়ার সক্ষমতা অনিশ্চিত হয়ে পড়েছে। আর্টেমিস মিশন আমেরিকার মহাকাশ গবেষণার...