যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন। রোহিঙ্গা সংকট নিয়ে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় ও গুরুত্ববহ সম্মেলন হিসেবে বিবেচিত হচ্ছে। এই সম্মেলনের শুরুর তিন দিন আগে বিশ্ববাসীর কাছে নিজেদের বার্তা পৌঁছাতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে এক সমাবেশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। ‘আওয়ার ফিউচার, আওয়ার ভয়েস- মেসেজ অ্যাহেড অব দ্য ইউএন কনফারেন্স অন রোহিঙ্গা’ শিরোনামে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন ক্যাম্প থেকে আসা হাজারো রোহিঙ্গা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, রোহিঙ্গাদের জন্য দেওয়া প্রতিশ্রুত ন্যায়বিচার এবং নিরাপদ প্রত্যাবাসন এখন সময়ের দাবি। তারা অভিযোগ করেন, দীর্ঘ আট বছর ধরে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সংকট সমাধানে নানা...