ঢাকা: চীন, রাশিয়া, ইরান ও পাকিস্তান যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে কোনো বিদেশি শক্তির সামরিক ঘাঁটি পুনঃস্থাপন প্রচেষ্টার বিরোধিতা করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলু।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর এই অবস্থান নেয়া হয়েছে। ট্রাম্প তালেবান প্রশাসনকে আহ্বান জানান আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ফের যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)-এর কাছে হস্তান্তর করতে।বেইজিংয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানান, গত ২৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আফগানিস্তান ইস্যুতে চীন, রাশিয়া, ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানো হয়েছে। একই সাথে দেশটির বর্তমান সংকটের জন্য দায়ী পক্ষগুলোর দ্বারা সেখানে...