রংপুরের কাউনিয়ায় নিখোঁজের পরদিন জাতীয়তাবাদী কৃষক দলের এক নেতার মরদেহ মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চরগনাই এলাকা থেকে মরেদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ। নিহত মোবারক আলী কাউনিয়া চরগনাই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। তিনি টেপামধুপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শুক্রবার রাতে স্থানীয় মমিনুল ইসলামের বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে নিখোঁজ হওয়া কৃষকদল নেতার খোঁজে নিহতের স্ত্রী ও তার স্বজনদের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়তে বাড়ি থেকে বেরিয়ে মোবারক আলী আর ফিরে আসেননি। খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহতের স্ত্রী। শুক্রবার মোবারক আলীর ব্যবহৃত মোবাইল ফোনটি স্থানীয় মমিনুল ইসলামের বাড়ির...