ভোটের প্রস্তুতিও থেমে নেই। ভোটযুদ্ধে অংশ নিতে মাঠ গোছানোর যুদ্ধে নেমেছে রাজনৈতিক দলগুলো। তবে অতীতের অভিজ্ঞতার আলোকে এবার এককভাবে নয়; জোটবদ্ধ হয়ে ভোটে অবতীর্ণ হতে চায় তারা। না হয় আসন সমঝোতা করে ভোটে অংশ নিতে পারে। আগে চারদলীয় জোটভুক্ত থাকলেও এসব ইস্যুতে বিএনপি ও জামায়াতে ইসলামী এখন দুই মেরুতে। রাজনৈতিকমহল মনে করছেন, ফ্যাসিবাদবিরোধী দলগুলোর নেতারা মুখে যা-ই বলুক, এখন কিন্তু তারা নির্বাচনি মাঠে নেমে পড়েছেন। তাই জুলাই সনদ ও নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে যে মতবিরোধ রয়েছে, তা দ্রুতই সমাধান হবে-এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গণ-অভ্যুত্থানের প্রধান তিন স্টেকহোল্ডার এক ধরনের সমঝোতার পথেই হাঁটছে। এদিকে ‘জোট গঠন’ বা ‘আসন সমঝোতা’ নিয়েও পর্দার আড়ালে আলোচনা চলছে। পৃথক জোট গঠন নিয়ে বেশি তৎপর বিএনপি, জামায়াত ও এনসিপি। এর বাইরে বাম, ডান ও ইসলামি দলগুলো...