চোটের কারণে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলা হয়নি লিটন দাসের। একই কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। পুরোপুরি ফিট হতে লিটনের অন্তত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগবে। ফলে ছন্দে থাকা ক্রিকেটারকে ছাড়াই আফগানিস্তান সিরিজে মাঠে নামতে হবে বাংলাদেশকে।এশিয়া কাপে ভারত ম্যাচের আগে অনুশীলনে সাইড স্ট্রেইনের চোটে পড়েন লিটন। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে লিটনের চোট গুরুতর নয় বলেও জানানো হয়। যদিও সেটা শেষ পর্যন্ত আর হালকা চোটে সীমাবদ্ধ থাকেনি। ভারতের বিপক্ষে লিটনকে খেলাতে ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট।মেডিকেল বিভাগের সবুজ সংকেত না পাওয়ায় ভারত ম্যাচে খেলতে পারেননি লিটন। একই কারণে পাকিস্তানের বিপক্ষেও খেলা হয়নি বাংলাদেশের অধিনায়কের। আর এখন আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না লিটনের।লিটনের খেলতে না পারার...