বিহারের আসন্ন নির্বাচনে প্রচারণা তুঙ্গে উঠেছে। অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম রাজনৈতিক অঙ্গন। এর মধ্যেই প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ নিয়ে অভিযোগ। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যকে সরাসরি খণ্ডন করে পাল্টা আক্রমণ করেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। গত সপ্তাহে পূর্ণিয়ায় এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদি অভিযোগ করেছিলেন, কংগ্রেস ও আরজেডি বিহারে ‘অনুপ্রবেশকারীদের’ আশ্রয় দিচ্ছে। এর জবাবে ওয়াইসি গতকাল দাবি করেন, বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে সীমাঞ্চল অঞ্চলে, যেখানে তার দল আগের নির্বাচনে ভালো ফল করেছিল। ওয়াইসি বলেন, ‘মোদিজি বলেন বিহারে বাংলাদেশি আছে। মোদিজি, বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে সীমাঞ্চল অঞ্চলে নেই। কিন্তু আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন আছেন। তাকে বাংলাদেশে পাঠান। তাকে সীমাঞ্চলে নিয়ে আসুন, আমরা তাকে নামিয়ে দেব।’ তার এই মন্তব্যে সরাসরি ইঙ্গিত...