নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক ছাত্রী ভিডিও কলে বন্ধুকে রেখেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত ওই শিক্ষার্থীর নাম ফাহিমা সুলতানা মারিয়া (২৪)। তিনি নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে নোয়াখালীর জেলা শহর মাইজদী রশিদ কলোনির একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ফাহিমার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। পড়াশোনার সুবাদে তিনি রশিদ কলোনির হোসেন টাওয়ারের দ্বিতীয় তলায় সহপাঠীদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তবে দুর্ঘটনার সময় তিনি একাই ছিলেন বাসায়। পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাত নয়টার দিকে বাসায় গিয়ে দরজা ভাঙলে জানালার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ফাহিমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক সহপাঠীরা জানান, পূজার ছুটিতে বেশিরভাগ শিক্ষার্থী বাড়ি...